তোর ঠোঁটে ফোঁটে গোলাপ
জমে তাতেই গানের আলাপ
আমার মন নাচে সেই উতাল করা সুরে
ও বন্ধুরে থাকিসনে আর দূরে
ও বন্ধুরে রাখিসনে আর দূরে।
আমি একলা ঘরে শুয়ে
যাই প্রেমের চারা রুয়ে
তুই চাইলিনারে একটুখানি ঘুরে
ও বন্ধুরে থাকিসনে আর দূরে
ও বন্ধুরে রাখিসনে আর দূরে।
করে একলা নিশি যাপন
বুকে বাড়ছে বড়ো কাঁপন
পোড়া কষ্টগুলো জাগছে হৃদয় ফুঁড়ে
ও বন্ধুরে থাকিসনে আর দূরে
ও বন্ধুরে রাখিসনে আর দূরে।
যশোর
১১.৫.২০১৯খ্রি: