উড়াল ডানার পাখি
রহমান মুজিব
উড়াল ডানার পাখি মুক্ত আকাশে
যত ডাকি আয় ফিরে যাস কোন নীলে...
আর্তি না শুনে নভঃনীলিমায় ভাসে!
আহারে নিদয়া তারে অখিল নিখিলে
অতিশয় দামি ভেবে রেখেছি নজরে
একালে একেলা ফেলে যায় কোন দিলে!
সাথিহারা একা সাজি লুবান আতরে!
লাগে না লাগে না ভালো আয় প্রিয় পাখি
আজীবন বুকে ধরে রাখব আদরে ।
যতই পাষাণ প্রাণ ভাঙো মাখমাখি
অজেয় কণারা বাঁচে বিপুল আশাতে
পরিশেষেধরা খাবে চলবে না ফাঁকি।
আসবে আবার ফিরে জীর্ণ বাসাতে–
শেষের সাগর পাড়ি দেবো এক সাথে।