বাংলার পলিমাটি
রহমান মুজিব
পতপত পাতা নড়ে কাকডাকা ভোর
দোয়েলের সুর আর কোকিলা কাকলি
ঘুম ভেঙে দোর খুলে আমিতো বিভোর।
রঙ্গন প্রাঙ্গনে উড়ে উড়ে অলি
অলির পরশে হয় লাজে নত ফুল
চোখ ডলে জেগে উঠে ছোট মেয়ে ডলি।
ঢুলুঢুলু চোখ তার গাল তুলতুল
বাবা এসে কোলে তোলে মুখে মায়াছবি
তাই দেখে নাচ করে ঝুটি বুলবুল।
আড়মোড়া ভেঙে জাগে সকালের রবি
ঘাসের গতরে হাসে ভোরের শিশির
হালিমের হাঁস গায় প্রভাতি পুরবী।
এ আমার প্রিয় ভূমি ছায়া সুনিবিড়
বাংলার পলিমাটি শান্তির নীড়!