তামাকে বানায়ে চুরুট
ওরা টানে ফুড়ুত ফুড়ুত
              সুখ বিলাসী বিড়ি,
যেমন খুশি ছিঁড়ে কেটে
নানান ছাঁচের লেবেল এঁটে
               চড়ে নেশার গিরি।

তামাক কোথায়! তামাক কোথায়!
                আম আদমের দল
এরা গেল গাছ লাগায়ে
                  ওরা খেল ফল!

যুগে যুগে জ্বলছে তামাক
যতই বলুন, “ওসব থামাক”
                দেখেুন না কী ছিরি
এদের বুকে দুই পা রেখেই
                   ওরা ভাঙে সিঁড়ি।



যশোর
২৯।০৩।২০১৮