ঝগড়াটা কে বাঁধালো আমাতে ও তোমাতে?
আজ কেন পুড়ে মরি প্রাণঘাতী বোমাতে ?
ঘুরে ফিরে ক্যান ঘটে সেই আদি কাহিনী?
কার গায়ে তোপ দাগে তোপধারী বাহিনী ?
মূল ফেলে ভুল করে এরে ওরে বকলে
তুমি ঠিক জেতনি তো মনে হয় ঠকলে ।
মানুষ না বাঁচে যদি কীসে থাকে ধর্ম
বুঝবে কে মোটাদাগে ধর্মের মর্ম ?
মানুষ যদি না হয় কারও মূলমন্ত্র
কার কাজে লাগে সেই ঝাড়ফুঁক তন্ত্র ?
মানুষ না ভজে যদি কেউ ভজে স্বার্থ
ও তোমাকে দেবেটা কী? যে নিজেই আর্ত!
ওর কাছে কিছু খুঁজা মনে হয় ভ্রান্তি
না পাবার বেদনাতে নামে শেষে শ্রান্তি ।