কিনতে পারো জামা জুতো
জালমুড়ি গুড় চিড়া
গরম টাকায় কিনতে পারো
সোনা-রূপা হীরা।
জমি-জিরাত দালান কোঠা
দাদুর পানের বিড়া
টাকার বলে কিনতে পারো
ফ্রিজ টিভি আলমিরা।
কোপ্তা-কাবাব কোরমা পোলাউ
ফিরনি সেমাই-লাচ্ছা
থাকলে টাকা কিনতে পারো
সাচ্ছা বাঘের বাচ্চা।
কিনতে পারো বাসন কোসন
কিংবা রঙিন ফানুষ
কিন্তু টাকায় যায় না কেনা
মনের মতো মানুষ।