ঝলমল উজ্জ্বল বৈশাখী দিন…
ওহে পাখি তরু-লতা
বলে দাও চারু কথা,
শুভাশিস নিন।
বলে দাও প্রাণে প্রাণে
আজ হোক হর্ষ
গলা ছেড়ে বলা হোক
শুভ নববর্ষ।
জরা যত ঝরে যাক
খরা খাঁদ মরে যাক
আলো দিক স্পর্শ;
নতুনের আহবানে
বসে যেতে আলোযানে
উৎসাহে প্রতি প্রাণ
হোক উৎকর্ষ;
মিঠেস্বরে বলা হোক
শুভ নববর্ষ।
অনিয়ম অবিচার
জ্বলে হোক ছারখার
হোক ক্ষোভ মর্ষ;
একসাথে বলা হোক
শুভ নববর্ষ।