সুখ-দুখ (গীতিকাব্য)
রহমান মুজিব
সুখ-দুখ জীবনে থাকে দুখতো কেউ চান না
দুখ পেয়ে সুখের আশে মন করে কান্না
সুখ-দুখ, আহাহা সুখ-দুখ।
সুখ-পাখি দূরে গেলে দুখ করে রাজ্য
মনটাকে ছেনে-কেটে সুখ করে ত্যাজ্য
দুখ শেষে সুখ পেলে সুখ লাগে পান্না
সুখ-দুখ, আহাহা সুখ-দুখ।
সুখ-দুখ সহেলি বটে স্বভাবে বৈরী
এক জনা সরে গেলে আর জনা তৈরি
ত্বরায় দখলে নিয়ে নাচ জুড়ে তান না
সুখ-দুখ, আহাহা সুখ-দুখ।
দুখ এসে ভীড় হলে চির ধরা আর না
দেখছি জীবনে হেঁটে সুখ গলার হার না
সুখটুক কুয়াশা কণা মন এটা মান-না
সুখ-দুখ, আহাহা সুখ-দুখ।