সত্য-মুক্তি কিনতে
রহমান মুজিব
বাংলাদেশের মানুষ এবার জাগো
দেশের তরে লড়তে হবে আবার
মানুষ বুঝুক স্বাধীনতা সত্য;
এবার চাওয়া কেবল শোষণমুক্তি
জাগো আবার সত্য-মুক্তি কিনতে ।
*** বন্ধুগণ এ ছড়াতে একটি বিশেষ অলংকার আছে। তা হচ্ছে ১ম লাইনটি এবং শেষ লাইনটির পুনরোক্তি । অর্থাৎ "বাংলাদেশের মানুষ এবার জাগো" এবং "জাগো আবার সত্য-মুক্তি কিনতে " লাইন দুটি দুবার করে আছে। বলুন তো কীভাবে?