বলেছিলাম অবশেষটুকু আমাকে দিয়ো
তুমি আঠারকে ছয় দিয়ে ভাগ করলে
ভাগফল পেল তিনজন
অতীত-বর্তমান-ভবিষ্যৎ–
নিঃশেষে বিভাজ্য।

আমি নিঃসীম শূন্যতায়
গাণিতিক হিসেব কষি!

জান তো শূন্যতা ভিন্নমাত্রিক
ফেরা যায় যখন যেখানে।

বুঁদ হয়ে আছি আবিষ্কারের নেশায়।