রং ( মিরর সিনকেইন)
রহমান মুজিব
পুষ্প
প্রতিটা দিন
নিজ নিয়মে ফোঁটে
সময় হাসে ভিন্নরকম
ঠোঁটে!
বিহগ
রোজ করে গান আপন তানে;
সময় আনে অন্য মানে
তা কি পাখি
জানে!