অথৈ মেধা যতই দেখাক যুক্তি
সত্য চারু সত্য অতুল উচ্চে
এই কথাতে কই অতিশয়োক্তি?
অথৈ মেধা যতই দেখাক যুক্তি।
সত্য বিনা কোথায় পাব মুক্তি
মিথ্যা যতই সাজুক সোনার পুচ্ছে
অথৈ মেধা যতই দেখাক যুক্তি
সত্য চারু সত্য অতুল উচ্চে।