পিঞ্জিরাতে পায়রা এসে বাঁধলে বাসা হলাম সুখি
জিঞ্জিরাতে বান্ধা পড়ে সুর খেলে যায় কপালটুকি।
গিঞ্জি-রাতে ভাবনা এসে হঠাৎ ফেলে দারুণ দ্বিধায়
পঙ্খি যদি আপনি উড়ে তখন তারে কেমনে রুখি!