দমকা হাওয়ার তালে
কদম কেয়া নাচ জুড়ে দেয়
গাছের ডালে ডালে।
হলদে কদম রেণু
দৃষ্টি ধারায় মিষ্টি সুরে
বাজায় সুরের বেণু।
ছিচকাঁদুনে বৃষ্টিবালা
এই কাঁদে এই থামে
আবার হঠাত্ আকাশ ভেঙে
ঝম ঝমা ঝম নামে
আর কি বেটি থামে!
উপচে উঠে নালা
সড়ক ডুবে নদী হলো
আঃ মরি কী জ্বালা!
হাসমতালীর বিছনা ভিজে
চুইয়ে ঘরের চালা
বউ এনে দেয় থালা।
ডানপিটে এক গাড়ি
ছুটতে গিয়ে করল মাটি
সেলাই বুবুর শাড়ি।
ইলেক্টিকের তারে
দোয়েল জুটি ভিজতে ভিজতে
লেজ থেকে জল ঝাড়ে।
পাশের বাসায় হারমোনিয়াম
মেঘমাল্লার বাজে
আনমনা এ মনটা তখন
রংধনুতে সাজে।