খোশবু-খুবি-রোশনাই (রমুছাঁচ)
রহমান মুজিব

প্রেম-সরাবে বেহাল ভ্রমোর– গুল সুবাসে হোশ নাই
পাপড়ি মেলে দৃষ্টি
অবাক; একি সৃষ্টি!
এই চরাচর ফুলের আসর খোশবু-খুবি-রোশনাই!
প্রেম-পরাগি ধনি
বিভোর ভাবের খনি
সাচ্ছা প্রেমের খাস পাগলে গোখরো সাপের ফোঁস নাই।

*হোশ=হুঁশ