বীরপ্রসু বাংলার প্রান্তর সিক্ত
শহিদের রক্তে ।
তুমি বসে তখতে
যদি দাও মা-মাটিকে কুটস্বাদ তিক্ত
পায়ে দলে চেতনা।
যত তুমি জেত-না
মাকাল নাকাল হয়ে শেষে হবে রিক্ত।