কবিদের দিশা তিনি পাঠকের প্রাণ
সুখে-দুখে গীত হয় তাঁর লেখা গান ।

তাঁর আঁকা ছবিগুলো মূর্ত বিমূর্ত
এসো খোকা দেখে দেখে হবে সবে ধূর্ত ।

ছোট কথা ছোট ব্যথা ছোট ছোট গল্প
সীমাহীন এই দান নয় মোটে অল্প ।

ভুল লিখে ভোলানাথ করে যায় গর্ব
চনমনে শিশুমন নিয়ে ছড়া পর্ব ।

বাঁক খায় ছোট নদী পাক খায় বলাকা
এক পায়ে তালগাছ ঠিক যেন শলাকা ।

প্রাণ নিয়ে খোকাখুকি যতদিন চলবে
পাশে বসে হেসে হেসে রবি কথা বলবে ।