*
ঝড়ের তাণ্ডবে
দেখায়ে পরাকাষ্টা
খাড়া ডাব গাছটা।
*
বাজের নখরে
বন্দি এ নগরীর প্রাণ
কাঁদে কবুতর।
*
ফুলে ভরা বাগ
প্রজাপতি ডানাহীন
নিয়তি নীরব!
*
দিঘির দিঘল চোখ
নেমে আসে পানকৌড়ি
পানপাতা নাচে।
*
বৃক্ষের দীর্ণ বুক
করাতের কর্কশ কান্না
করাত তা চান না।
*
পাতার আড়ালে
মায়া হরিণীর শির
আঁখি ছুঁড়ে তির।