পথ চেনা নেই মত চেনা নেই
পদে পদে কাঁটা
কাঁটাগুলো উপরে ফেলে
বাবা শেখান হাঁটা।
উলটো পথে পা বাড়ালে
বাবার ভিন্ন রূপ
এক নিমেশে বুকে কাঁপন
বুক হয়ে যায় ধুপ।
অভিমানে চক্ষু ভেজা
বাবার আগুন পানি
মাথার উপর হাতের পরশ
উধাও পেরেশানি।
বুকে টেনে বলেন, ‘মানিক
এ পথ তোমার নয়’
চওড়া বুকে মাথা রেখে
খোকা দেখেন জয়।
এ পৃথিবীর শীতল ছায়া
বাবার হাতের তল
বাবার জন্য ফুটাও বুকে
প্রেমের শতদল।
যশোর
১০.৬.১৭