আমাকে ক্রমশঃ খণ্ড করতে করতে
অণু থেকে পরমাণু করে ফেলা ঠিক নয়।
জানো তো নিশ্চয় কিছু কিছু পরমাণু বড় বেশী তেজস্ক্রীয়।
যদি আপাতঃ অদৃশ্য পরমাণূগুলো উজ্জীবিত হয়ে
একযোগে এটম বোমার মতো বিষ্ফোরিত হয়–
এক তুলকালাম কাণ্ড বেঁধে যাবে।
তোমার আস্তানা পরিণত হবে ধ্বংসস্তুপে
অস্থিগুলো পোড়ে ছাই হয়ে উড়তে থাকবে বায়ূ মণ্ডলে
কিংবা মাটির অন্তরে মিশে অবিরাম আর্তনাদ করে
গেয়ে যাবে কষ্টের ক্বাসিদা–

দোহাই তোমার! নিরন্তর পিষতে পিষতে
অণু থেকে পরমাণু করে ফেলো না আমাকে।

যশোর
২০১৬খ্রি: