প্রতিদিনই জেগে উঠতে চাই
রক্তজবা দিবাকরের  মতন;
ফেটে পড়তে চাই
নিদাঘ দ্বিপ্রহরের মতন তুমুল তেজে।

সুদূর সাইবেরিয়া থেকে কে তুমি পাঠাও
হিমেল হাওয়ার হামলা – বরফের চাঁই
সাধের সোনালি আখর কেবলই আস্তরে ঢাকা পড়ে
বিস্তর বরফ বিবরে!

শোন হে সোনালু ফুলের মতন সংবহ সোনারোদ
আবার এসো-না নেমে সাত ডিঙ্গা রত্নাভ উত্তাপ নিয়ে
আমার আঙিনায়।

যশোর
২৫/১২/১৮