কালো মেঘের আড়ালে সূর্য
বড়বেশী ভয়ানক নয়
মেঘ কেটে গেলে হেসে ওঠে ষোড়শি বালিকা।

মুখোশের অন্তরালে মুখ
কী ভীষণ ভয়াবহ!
সে-ই জানে যে পড়েছে মুখোশের মুখে।

মুখোশেরা ফেরি করে কান্নার ক্বাসিদা–
মুখ– তুমি মুখোশ পরো না।

যশোর
২০১৬খ্রি: