বাড়ির পাশে শাড়ির দোকান কিনতে গেলেন বৌদি
সঙ্গে গেলেন বড়দা
মুখ ভরা পান জর্দা
তিনি আবার প্রবাস ফেরত- চাকরি করেন সৌদি।
শাড়ি নিয়ে বাড়ি এসে
দুইটি বিড়াল বসেন ঘেষে
একটি বলেন মুচকি হেসে– একটুখানি মৌ দিই!