মেঘ-চিল
রহমান মুজিব
কাল
জাল
বিছানো
বিকেল বেলায়
বাতাস ছিল ফুরফুরে আর আকাশ ছিল নীল
মাথার ওপর পাল খাটিয়ে উড়ছিল মেঘ-চিল।
মেঘের হাতে তুলি ছিল, আঁকছিল সে নানান ফ্রেমে ছবি
কে না-জানে মেঘ কখনো যায় হয়ে যায় কবি
আবার দেখুন পতঙ্গ আর পাখি
মেঘের সাথে কেমন মাখামাখি
দূরে দূরে
উড়ে ঘুরে…
অবাক
চেয়ে
থাকি!