যত্নে তাঁকে বুকের ভেতর রাখি
তাঁর দুচোখে সাগর দেখে
অবাক চেয়ে থাকি।
তাঁকে আমি মাথায় করে রাখি
কষ্ট পেলে অজান্তেই আর্তস্বরে ডাকি
থাকলে দূরে মনের রঙে তাঁর ছবিটা আঁকি।
না না আমি ভুল বলেছি! সাগর কোথায় বড়ো?
তাঁর কাছেতো আকাশ সাগর সবই নড়োবড়ো।
তিনি থাকেন দুঃখ সুখে
আগলে রাখেন বিপুল বুকে
আমার মনের অলিগলি পড়তে তিনি পারেন,
তাঁর কাছে সব সাইকোলজিস্ট পরীক্ষাতে হারেন।
খুব বাড়িয়ে বলা হলো, তা কী মনে করো?
তাঁকে বলো ক্যামনে ভুলে যাব
এই দরদীর তুল্য কোথা পাব?
গড়তে আমায় উচ্চ করে আরাম আয়েস তুচ্ছ করে
তিনি পাতেন বুক,
আমার দুখে – কষ্টে কাঁদেন
আমায় নিয়ে স্বপ্ন বাঁধেন
আমাতে পান সুখ;
আমার জন্য জীবন দিতে তিনি তো উন্মুখ।
আমি যে তাঁর খুকুমণি আমি যে তাঁর খুকি
আমার হাসি তাঁর প্রাণেতে খেলে কপালটুকি।
মহীয়সী নারী তিনি
সবার আগে তাঁরে চিনি
তিনি আমার মা,
সমস্বরে বলো শিশু ভুলব না ভুলব না।
এসো তাঁরে সসম্মানে মাথায় তুলে রাখি
দুঃখ সুখে পাশে থেকে মা মা বলে ডাকি।