মানুষ তুমি এই দুনিয়ায় কয় দিনের কারবারি
মরণ খেয়ায় চইড়া দিবা অপার গাঙ্গে পারি
তখন কোথায় দোকানদারি
তুমি কয় দিনের কারবারি।

মাজায় ছিল কালো সূতা কইতা যারে তাগা
তাওতো দেখি রাখলো কাইড়া– দেইখা পাইলাম দাগা
দোস্ত-স্বজন পুত্র-দারা– কোথায় বাড়ি-গাড়ি
তোমার কই রইল শাঁখারি
মানুষ কয় দিনের কারবারি।

রং- দুনিয়ার ঘোরে পইড়া ঘুরলা বাঁয়ে ডানে
কতো রকম বার্তা পাইলা– পশল না তা কানে
হয়নি স্মরণ আসবে মরণ হইলে সমন জারি
তোমার কাটবে কি আন্ধারি
ফানুস কয় দিনের কারবারি।

করলা না কাম লইলা না নাম– কও তো হে বিবেকী
হইলে খাঁড়া জজের সামনে জবাবটা দিবে কী!
জজ চিননা মুক্তারও না– কে হবে কাণ্ডারী
তোমার সামনে দণ্ডধারী
তুমি কই- কীসের কারবারি।

যশোর
২৯.১২.২০১৯খ্রিঃ