এলো মাহে রমজান
যদি মূল পেতে চান
দিন একে সম্মান।
এযে করুণার দান
পাপ করে খানখান
বাড়ে মুমেনের মান।
এতে আছে রহমত
এতে ভরা বরকত
এযে তাকওয়া বাগান।
ওঠে সেহেরিটা খান
হবে ফজরে আজান
রোজা খোদার আহ্বান।
দিনে খানা-পিনা বাদ
ভুলে ইন্দ্রিয় স্বাদ
শুধু আল্লারই গান।
হলে দিবা অবসান
স্বাদে ইফতারি খান
খুশি আল্লাহ মহান।
রাতে তারাবি নামাজ
বড়ো বরকতি কাজ
বাড়ে ঈমানেরই শান।
*সুরে গীত হলে প্রতি তিন লাইন পর পর
“এলো মাহে রমজান, এলো মাহে রমজান” যুক্ত করতে হবে।