সারা জীবন লোক ঠকায়ে জমিয়ে তুলে বিত্ত
   শেষ বয়সে বেশ বদলে হয় কী সাফা চিত্ত?
             যতই গড়ো ধর্মশালা
          যায় কী লোকের মর্মজ্বালা?
  ভণ্ডজনে দণ্ড পাবে এ সত্য যে নিত্য।