চলার পথে চকিত দেখি খেলছে শিশু মায়ের সনে
তাঁর মাঝে মা তোমায় পেয়ে
চমকে গিয়ে থমকে চেয়ে
লাল বরণের ফড়িং দেখি উড়াল মারে বুকের বনে!
মাছরাঙা মা মৎস ধরে
ঠোঁটে পোরে যত্ন করে
খাওয়ায় যখন বাচ্চাদেরে মা তোমারে পড়ে মনে।

দশটি ছানা সঙ্গে নিয়ে গর্বে হাঁটে মোরগ মাতা
হামলে পড়ে হঠাৎ এসে
দন্তধারী দানুর বেশে
তীক্ষ্ণ নখর  খাস শিকারী আকাশচারী বাজ এক যা-তা।
মোরগ মাতা মেলে ডানা
আগলে রাখে আপন ছানা
দৃশ্য দেখে বিস্ময়ে মা ঠিক খুলে যায় মনের খাতা–


খাতার পাতায় তোমার ছবি ভেসে ওঠে সেই সে ক্ষণে
মৌ মাখা এক গন্ধ ছড়ায়
তোমায় আঁকি ছন্দ ছড়ায়
শুভ্র ডানার পায়রা ওড়ে বুকের খাঁচার নীল গগনে;
হাজার তারার জোনাক জ্বলে
জিজ্ঞাসাতে যায় যে বলে
এই দুনিয়ায় আর কে আছে বসতে পারে মার আসনে?

যশোর
১০.৩.২০১৯