কৌশলে
সোনা ফলে রুক্ষ ভূমিতে
শুষ্ক মাটিও কথা বলে।

কৌশলে
বেড়ে ওঠে চারা গাছ
লতা-পাতা করে নাচ
তরু-লতা সাজে ফুল-দলে।

কৌশলে
বুনো হাতি সাথি হয়
পাখি প্রিয়কথা কয়
বিষধর নাচে দোলে দোলে।

কৌশলে
পোষ মানে পশুরাজ
হাতে আসে শ্যেন-বাজ
বলীবাঘ মেও ডেকে চলে।

কৌশলে
এগ্রহে ওগ্রহে ওড়া
সুর্য পকেটে পোরা
পদরেখা আঁকা যায় জলে।
কৌশলে কথা হয়
কৌশলে আসে জয়
হয়তোবা নাম রয়
কিছুদিন এই ভূমিতলে।

ভোগবাদী তনু-মন
বলো দেখি সোনা-ধন
মরণ এড়াবে কোন ছলে?