আকাশ ভরা তারায়
একটা তারা মুচকি হেসে
সামনে এসে দাড়ায়;
গ্যালাক্সিতে এসো খোকন
ডাক দিয়ে হাত বাড়ায়।
ছায়াপথের ছায়ায়
যাচ্ছি ভেবেই মনটা কাঁদে
মা পৃথিবীর মায়ায়।
হাজার রকম শঙ্কা
বাজায় বুকে ডঙ্কা-
তারার পাড়ায় থাকবে নাকি
ফুল-পাখিদের মেলা
ওইখানে কি বন্ধু পাবো?
থাকবে ছেলেবেলা?
থাকবে নাকি তারার দেশে
খাঁটি মাটির আদর?
আম্মু এসে বকবে হেসে
করিস কি রে বাদর?
পৃথিবীতে মা রয়েছেন
দেশটা তো এক মা
থাকতে জীবন মাকে ছেড়ে
কোথাও যাবো না।