একাকী আঁধার রাত
খাটিয়া কফিন
আমি এক লাশ...
কফিন ক্বাসিদা করে,
‘‘ছিলে মাটি হবে মাটি
বিছানাটি পরিপাটি।”
আঁধারেও আলো থাকে
আলোতে আঁধার
দৃষ্টির দায়;
ঘর পর
পর ঘর
খেলে বাজিকর
আমি এক লাশ
কফিন ক্বাসিদা করে,
“ছিলে মাটি হবে মাটি
বিছানাটি পরিপাটী।”
এমনি অসাড় চাষা
বীজ বুনি আকাশের গায়!
ফসল, ফসিল
আমি এক লাশ
কফিন ক্বাসিদা করে...