রুবাই - ১
বুকের ভেতর কাজলা দিঘি ওই খানে নীল পদ্ম তুমি
পদ্ম বিহীন ওই দিঘিটা হাজামজা বদ্ধভূমি
সে দিল বেদিল যে পেল না আপন বুকের পদ্মটাকে
সদ্যফোটা পদ্ম আমার থাকো বুকের মধ্য তুমি।
রুবাই - ২
প্রেমের পরাগ না মেখে মন কদিন পড়ে রবি আর
আজকে যেমন আছিস কায়ায় তেমন কি তুই হবি আর!
সবল সময় প্রবল বেগে প্রেম-দরিয়ায় থাক ডুবে
কমল পরশ পেতে হলে চাই যে অমল অভিসার।
রুবাই – ৩
ছাই হয়ে কেউ মাটি হবে কেউবা পচে মাটি
এই মাটিতেই হবে তোমার শয্যা পরিপাটি
লাট বাহাদুর রাজা উজির অত্যাচারী শাসক
এই দুনিয়ায় কে পেরেছে বাঁধতে পাকা ঘাঁটি!