খামোশ বলে দিন তাড়া
(মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী স্মরণে)

নিজের জন্য চায় না কিছুই
স্বার্থ খোঁজেন জনতার
জনগণের জন্য সদা
উঠতো কেঁদে মন তাঁর ।
এমন নেতা কজন পাবেন
বাংলাদেশে খোঁজ করে
ইতিহাসের পাতা দেখে
বলুন দেখি বোঝ করে ?

কজন আছে এমন নেতা
জনগণের মমতায়
নিজের জীবন তুচ্ছ করেও
যায়নি স্বাদের ক্ষমতায় ?

কৃষক-শ্রমিক মুটে-মজুর
যারা ছিল লাঞ্ছিত
তারাই ছিল কোন সে নেতার
বুকের মানিক, বাঞ্ছিত ?

ব্রিটিশ খেদাও, ভাষার লড়াই
মুক্তিযুদ্ধে সরগরম
বক্তৃতা আর আন্দোলনে
কে করেছেন ঘর গরম ?

কজন নেতা আছে বলুন
বাংলাদেশের ভাণ্ডারে
লোভ-লালসা তুচ্ছ করে
উচ্চে ধরেন ঝান্ডা রে ?

কোন সে নেতা ভাবেননি তা
কখন ছিল গদি কার
কার চেতনার মূলে ছিল
দেশ-জনতার অধিকার ?

বাংলামায়ের মুক্তোমাটি
নয় কখনো পাষাণী
দরাজ কণ্ঠে বলছে সে নাম
আবদুল হামিদ ভাসানী ।

মহান নেতা মহান নেতা
আমরা আছি শঙ্কাতে
আজকে নাকি অনেক মাথা
বিকোয় ডলার টঙ্কাতে ?

এসব শুনে বলুন নেতা
কেমনে থাকি খোশদিলে ?
ফিডার বিনা হালের লিডার
রা কাড়ে না দশ কিলে ।

তখ্‌ত নিয়ে কাড়াকাড়ি
চিল শকুনে মারামারি
আনছে কঠিন দিন তারা
স্বর্গ থেকে হে মওলানা
খামোশ বলে দিন তাড়া ।
২০১৩খ্রি