তিনি মহান সৃষ্টিশীল
কঠিন শিলায় পুষ্প ফুঁটান
খরায় ছড়ান বৃষ্টি, শিল।
ফল-ফলাদি পাতা-কুঁড়ি
কই পাবে তাঁর রঙের জুড়ি?
তাঁর মহিমা ওরাই বোঝেন
মনটা যাদের দৃষ্টিশীল।
সৃষ্টিতে তাঁর নাই কোনো খুঁত
কণায় কণায় অনাবিল
দুর্ভাগারা পান না খুঁজে
ওদের থাকে মন আবিল।
সবখানে তাঁর নাম ছড়ানো
তাই দিয়েছি সর্বনাম
যার যা খুশি বলতে পারেন
তবু তাঁরই করবো নাম।
যশোর
১৪.৪.১৭