কার দিকে তীর তাক করেছো হাবলা হাবুল নাগর
সে যে তোমার কন্যা
বিমল খুশির বন্যা
যাঁর হাসিতে উর্মী উতাল কোমল সুখের সাগর;
কিংবা তোমার জায়া তিনি
হাজার পাখির মায়া তিনি
বুকের ভাঁজে রাখেন যিনি অমল স্বপ্ন জাগর।
তুমি যাকে শর বিঁধালে তিনি তোমার মা হন
তোমার জন্য দিবা রাত্রি
এক করে দেন জন্মদাত্রী
দেখছো গোনে এই অভাগীর কষ্ট কতো কাহন?
কিংবা তোমার ভগ্নি তিনি
যাঁর স্নেহেতে রইছো ঋণী
কোন সাহসে ঢালছো পামর নোংরা চোখের চাহন?