বাড়ি আমার কালকিনি
সারাটা দিন রিক্শা চালাই
সন্ধ্যা হলে চাল কিনি ।
বাড়ি আমার কালকিনি
বলছে মেয়ে পিঠা খাবে
বাজার থেকে তাল কিনি ।
বাড়ি আমার কালকিনি
বউ এসে কয়, ‘তাল তো হলো
লাগবে আরও ডাল, চিনি’।
বলি তারে, ‘লক্ষ্মীসোনা
আজকে হাতে পয়সা গোনা
এসব না হয় কাল কিনি’?
বউ বলে ফের, ‘না হয় হলো
লাকড়ি ছাড়া হয় কি বলো’?
ধারে তেঁতুল ডাল কিনি ।
মাঘের শীতে মা-টা কাঁপে
কাশতে কাশতে কইছে বাপে
কর্জ করে শাল কিনি ।
বাড়ি আমার কালকিনি
ধার মেটাতে হাড় জ্বলে যায়
ইচ্ছে মোষের ছাল কিনি ।
বাড়ি আমার কালকিনি
আজকে যেটা হয়নি কেনা
আশায় থাকি কাল কিনি!