কা কা
রবে
কাক
খাইয়া
যায় ধান।
কই গেলি কই বাচ্চা-কাচ্চা
বিলাই চিমটি-বিচ্ছু পোলাপান।
জলদি এসে ধানের ক্ষেতে
কাকতাড়ুয়া বান।
দেখবি
তখন
থামবে
কাকের
গান।
বান= বাঁধা।