কাঁচা বাঁশের ঘর বানাইয়া পিছে দিছো ঘুণ লেলাইয়া
এই যে দ্যাখো সাধের ডেরা
কাইট্যা করছে ছেঁড়াবেড়া
পাশের বাড়ির ভাউজ এখন দেইখ্যা হাসে দাঁত কেলাইয়া।
কোন তুফানে যাইব পড়ে
মেঘের ডাকে মরি ডরে
অত্ত আপন ঘরখানারে ক্যামনে যামু কই ফালাইয়া!
যাওয়ার পড়ে তুমি দয়াল দলে টাইন্যা লইবানি
জানি অধম পঁচা-গান্ধা
চক্ষুও নাই কানা-আন্ধা
তার পরেও নেক নজরে মধুর কথা কইবানি।
ভাইব্যা মরি তরাসে
অপার দয়ার ফরাশে
বান্দা কইরা আন্ধাডারে একটুখানি থইবানি।
* বাউজ=ভাবী, কাইট্যা= কেটে, লইবানি= নেবে নাকি,কইবানি= বলবে নাকি, ভাইব্যা= ভেবে, থইবানি= রাখবানি/থুইবানি।