কে তুমি বগিলা
রহমান মুজিব
আনমনে উড়ে চলো কে তুমি বগিলা...
আসছে পিছনে ছুটে তাতারের তির
অলখে বিঁধাবে এসে লয় হবে লীলা...
আনমনে উড়ে চলো কে তুমি বগিলা?
বোঝা দায় কী খেয়ালে হলে মাথা-ঢিলা...
তোমার বোধের বাগে কে দিল তিমির?
আনমনে উড়ে চলো কে তুমি বগিলা
আসছে পিছনে ছুটে তাতারের তির...