কোন কারণে নাচ জুড়েছে মন-দিঘীটার জল
কে দিয়েছে জলে দোলা বল আমারে বল।


দিঘীর জলে পদ্ম ফোটে
মধুর লোভে ভ্রমর জোটে
দোল দিলো যে সে আসে না এইটা কেমন ছল
কে দিয়েছে জলে দোলা বল আমারে বল।

যে দিয়েছে জলে ঢেউ
তারে নি আর দেখছো কেউ
আর কতো কাল তার আশাতে থাকবো অবিচল
কে দিয়েছে জলে দোলা বল আমারে বল।

যায় শুঁকিয়ে দিঘীর জল
সঙ্গে ঝরে ফুলের দল
সে বিনে যে পদ্মদিঘী চলছে রসাতল
কে দিয়েছে জলে দোলা।