চাঁদকে বুকে আগলে রাখে থালার সিন্ধু জল
ইন্দু সিন্ধু মাখামাখি করতাছে খলবল!
আমায় থুইয়া কই গেলগা কইলজা কাটা চান–
বুকটা ফাইট্যা করছে খাখা ঝরছে চোখে ঢল!


তাল হারাকে একলা রেখে কওনা তোমার কি লাভ হবে
ছাল হারা এক আশিক দেখে ব্যথায় বরং নিলাভ হবে।
এক পায়েতে দাঁড়িয়ে আছি জলদি যদি না নাও ডেকে
দহন ব্যথার দগদগে ঘা দেখবে তোমার গিলাফ হবে।