খোঁপায় তুমি গুঁজলে নিয়ে আমার দেয়া ফুল
ভুল করেছ ভুল...
এবার ভূঁইয়ে গাছ গজাবে, ফুলেই থাকে বীজ
বুঝলে না কী চিজ!
পাতা হবে, মেলবে শাখা গায়বে পাখি গান
কি জানি কী করতে তোমার মন হবে আনচান
ভুল করেছো ভুল করেছো লক্ষ্মী সোনার চান
বুঝলে না এ ফুলেই থাকে ফুলের মনসিজ।
খোঁপা খুলে করলে বেণী; তাতেও আমার ফুল
করলে আবার ভুল!
এই ফুলে যে সাগর আছে
বুকভরা নীল জল
সর্বনাশা ঊর্মি তোমার ভাঙবে বুকের কূল...
বাস্প হবে - বাস্প হবে জমবে কালো মেঘ
ফুলেই থাকে বেগ
ঝড়ের সাথে আসবে নেমে দুচোখ বেয়ে ঢল।
যত্নে যখন গুঁজলে চুলে আমার নামের ফুল
না, করোনি ভুল
থাকবে অবিচল; এ নয় মেকি ফুল
এই ফুলে যে বাসনা আছে নাও টনে নিঃশ্বাস
এই ফুলেতে জড়িয়ে থাকে জীবন্ত বিশ্বাস।