মধুমাস জ্যৈষ্ঠের রূপ অনাবিল
হলুদ সোনালু মেয়ে হাসে খিলখিল।
বোবা মুখে আনে বোল বেগুনি জারুল
দেখে তারে গেয়ে উঠে মন-বুলবুল।
লালে লাল সাজে ডাল কৃষ্ণচূড়ার
মন চায় রাধাচূড়া করি মণিহার।
দুধসাদা ডুঁলিচাপা মায়কাড়া ঘ্রাণ
ঝুমকো লতার রূপে মেতে উঠে প্রাণ।
মধুমঞ্জুরি ডাকে মধুভরা সুরে
সুখের নাচন আহা! সারা বুক জুড়ে।
কুরচি সেজেছে সেরা দেখে লাগে বেশ!
এ আমার প্রিয়মাটি সোনালী স্বদেশ।