জীবনের জলসা ঘরে
করে নাচ খল নাগরে
জানে না দুদিন পরে
চলে জল জল সাগরে।
তবে কেন ছলা-কলা
ওখানে কোথায় পলা?
দুনিয়া আঁধার হলে
আপামর পড়বে কলে
ও কলের নীলাভ বিষে
খলও কী পাবে দিশে?
ইতিহাস আজো তাজা
কোথা সেই ফারাও রাজা
খালাকু নমরুদেরা
সে কালের জম দূতেরা
আছে কি এই ভূবনে?
ভাবা চাই ধ্যানের সনে।
খুলো তাই মনের তালা
খুঁজে নাও পথ উজালা
ধরণি উঠবে জ্বলে
পলা আর প্রেমের বলে।
এসো রে এসো নেমে
দুনিয়া সৃষ্টি প্রেমে;
এ প্রেমে মজলে মানব
বেঘোরে হারবে দানব।
জেতা চাই পঞ্জা লড়ে
মাতাল এই ঝঞ্ঝা ঝড়ে।
ফাগুনি ফুল বাসরে
জাগো সব ভুল পাশরে
জাগোরে কোরাস করে
জাগো… ................... ।
( ৭ মাত্রার স্বরবৃত্ত। বিন্যাস ৩/৪,)