ভিনগ্রহ থেকে যদি
নেমে আসে এ্যালিয়েন
তার সাথে নানাজান
সাধ হলে খেলিয়েন!

কাতুকুতু দিলে নানা
সুখে দাঁত কেলিয়েন
তার সাথে চলে যেতে
আখিজল ফেলিয়েন!

আমি থাকি বাংলাতে
ভালোবাসি মা মাটি
মাকে ছাড়া আর কারো
ধরবো না ধামাটি ।