আমরা তোমার বান্দা বান্দি
সেজদাতে পড়িয়া কান্দি
চায় না হীরা সোনা চান্দি
দাও হে দয়াল মাফ করে
আল্লাহু আল্লাহু তুমি
দাওগো সিনা সাফ করে –
আল্লাহু আল্লাহু তুমি
দাওগো গোনা মাফ করে।
মন নাচেগো মন্দ কাজে
ডুইবা রইছি লোভের মাঝে
তোমায় ডাকি সকাল-সাঁঝে
পাহাড় সমান পাপ করে
আল্লাহু আল্লাহু তুমি
দাওগো সিনা সাফ করে –
আল্লাহু আল্লাহু তুমি
দাওগো গোনা মাফ করে।
লালসা ফাঁদের কালবেলাতে
পড়ছি বান্ধা কালের হাতে
পারলাম নাতো পাপ এড়াতে
তাইতে ভয়ে কাঁপ ধরে
আল্লাহু আল্লাহু তুমি
দাওগো সিনা সাফ করে–
আল্লাহু আল্লাহু তুমি
দাওগো গোনা মাফ করে।