ইয়া আল্লাহ জাল্লে শান
আপনার নুরে উজালা সারা জাহান
ওই নূরেরই রশনি জ্বেলে দৃষ্টিহীনে পথ দেখান।
আপনার প্রেমের খোশবু আতর
মাখতে গায়ে হলাম কাতর
সুবাস দিয়ে গোনাহ্ ঢেকে আপনা করুন মেহেরবান।
আপনি গেলে নারাজ হয়ে
বেতাল হবো ছন্দ-লয়ে
তিলে তিলে যাবো ক্ষয়ে আসবে নেমে ঝড়-তুফান।