*
দরদর ঝরে ঘাম
হুড়মুড় পড়ে পাকা তাল
জ্বর জ্বর গায়ে শাল।
*
জিলাপি মিষ্টি
জিলাপির প্যাচ উদরে-
নিম পাতার নির্যাস।
*
মাকাল দেখতে সুখ
অন্তরে সন্তরে তার
কৃষ্ণ কালো মুখ।
*
বাসনা বাতাসে –
গুলশানের ফুল কুমারী
অন্ধরে ক্ষম।
*
বসন্ত বিকাল–
কলি চাই কদম ডালে
বেভুলা বেহাল ।
*
ঝুলে শূন্যলতা
অতিকায় বৃক্ষের বক্ষে–
লজ্জাবতী লাল!
*
কলির কপোলে
চুমু আঁকে অলি-দল,
পরাগে পরান।