১
আজ খুলো হালখাতা যাক ঝরে পুরানো
ভুলে গিয়ে খুত সবে
মতে ওঠো উৎসবে
আজ যেন ছেলেবেলা– কাঁচাআম কুড়ানো।
পাঁজরে পড়েছে টান
শেকরের আহবান
ভেদ ভুলে আজ তবে মনে নব সুর আনো।
২
আজ হয়ে যাক সকল প্রাণের সকল গানের সম্মিলন
আজকে কোনো দৈন্যতা নয়
ফারাক হীনম্মন্যতা নয়
আজ হয়ে যাক শুভবোধের দমে দমে দম মিলন
নাচছে পাতা ঐ শাখে
আজ পহেলা বৈশাখে
আজ সবে চায় সবার খুশি মানবে না কেউ কম মিলন।